আগামী মঙ্গলবার ভার্চুয়ালী বৈঠক করবেন জো বাইডেন এবং ভ্লাদিমির পুতিন
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:২১:৪৭ অপরাহ্ন, রবিবার, ৫ ডিসেম্বর ২০২১
- / ১৬৪৪ বার পড়া হয়েছে
রাশিয়া-ইউক্রেন সীমান্তে ক্রমবর্ধমান উত্তেজনার বিষয়ে আগামী মঙ্গলবার ভার্চুয়ালী বৈঠক করবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ শনিবার দুই নেতার ভার্চুয়াল বৈঠকের তথ্য নিশ্চিত করেন।
ক্রেমলিন বলেছে, বৈঠকে রাশিয়ার সামরিক প্রস্তুতির বিষয়টি প্রাধান্য পাবে। এছাড়াও বাইডেন ও পুতিন দ্বিপক্ষীয় সম্পর্ক এবং ২০২২ সালের জুনে জেনেভা শীর্ষ সম্মেলনে তাঁদের মধ্যকার চুক্তির বাস্তবায়ন বিষয়েও আলোচনা করবেন। এর আগে গত শুক্রবার বাইডেন গণমাধ্যমকে বলেন, তিনি এমন কিছু উদ্যোগ নিতে যাচ্ছেন, যা রাশিয়ার জন্য ইউক্রেনের সীমান্তে পরিস্থিতি জোরদার করা খুব কঠিন করে তুলবে। মস্কো কয়েক সপ্তাহ ধরে ইউক্রেন সীমান্তে সৈন্য ও সরঞ্জাম বৃদ্ধি করছে।























