আগামী জাতীয় সংসদ নির্বাচনে সর্বোচ্চ দেড়’শ আসনে ইভিএমে ভোট গ্রহণ

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৫১:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ অগাস্ট ২০২২
- / ১৫৭৮ বার পড়া হয়েছে
আগামী জাতীয় সংসদ নির্বাচনে অনুর্ধ ১৫০টি আসনে ইভিএমে ভোট গ্রহনের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। এ বিষয়ে সিদ্ধান্ত নিতে বৈঠকে বসেন প্রধান নির্বাচন কমিশনারসহ অন্য সদস্যরা।
রাজধানীর আগারগাও নির্বাচন কমিশন কার্যালয়ের এই বৈঠক শেষে… গাইবান্ধা ৫ আসনের উপ-নির্বাচন ও জেলা পরিষদের ভোটগ্রহণের তারিখ জানানো হয়। বিকেল ৩টা থেকে দেড় ঘন্টার বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হন অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ। গাইবান্ধার শূন্য আসনে উপ-নির্বাচন এবং ৬১টি জেলা পরিষদ নির্বাচনের জন্য ১৭ অক্টোবর তফসিল ঘোষণার কথা জানান তিনি। নির্বাচনে ইভিএমের বিষয়ে বিভিন্ন রাজনৈতিক দলের আপত্তির মুখে কেন এমন সিদ্ধান্ত? সংবাদকর্মীদের এমন প্রশ্নের জবাবে সচিব জানান, সব দিক বিচার বিবেচনায় রেখেই সিদ্ধান্ত নিয়েছে কমিশন।