আগামীকাল থেকে চালু হবে যাত্রীবাহী নৌযান চলাচল

এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:২৪:০১ অপরাহ্ন, রবিবার, ২৩ মে ২০২১
- / ১৫৪৯ বার পড়া হয়েছে
৩৯ দিন পর আগামীকাল থেকে আবারও চালু হচ্ছে বরিশাল-ঢাকা নৌরুটসহ সারাদেশে যাত্রীবাহী নৌযান চলাচল।
সকালে সরকারী ঘোষণার পরপরই বরিশাল নদী বন্দরে নোঙ্গর করে রাখা যাত্রীবাহী লঞ্চগুলো ধোয়া-মোছা শুরু হয়েছে। ছুটিতে থাকা কর্মচারীদের দ্রুত কর্মস্থলে ফিরতে বলা হয়েছে। দীর্ঘ ৩৯ দিন পর লঞ্চ চালুর খবরে আনন্দের বন্যা বইছে নৌযান শ্রমিকদের মাঝে। করোনাকালে স্বাস্থ্যবিধি মেনেই লঞ্চ চলাচলে প্রতিজ্ঞাবদ্ধ বরিশাল নদীবন্দর কর্তৃপক্ষ। লঞ্চ মালিক-শ্রমিক এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কঠোরভাবে স্বাস্থ্যবিধি পালনের পরামর্শ দিয়েছেন সুশীল সমাজের নেতারা। বরিশাল-ঢাকা রুটসহ সারাদেশে বর্তমানে ৭শ’ যাত্রীবাহী নৌযান রয়েছে। এতে কাজ করে অন্তত ২০ হাজার নৌযান শ্রমিক। করোনা সংক্রমণরোধে গত ৫ এপ্রিল সরকার লঞ্চ চলাচল বন্ধ রাখার ঘোষণা দেয়। ৬ এপ্রিল থেকে সব ধরনের যাত্রীবাহী লঞ্চ চলাচল বন্ধ ছিল।