আগামীকাল অনুষ্ঠিত হবে লক্ষ্মীপূজা

এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৩৫:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অক্টোবর ২০২১
- / ১৬৪২ বার পড়া হয়েছে
আগামীকাল অনুষ্ঠিত হবে হিন্দু ধর্মাবলম্বীদের সম্পদের দেবী- লক্ষ্মী পূজা। এ পূজাকে কেন্দ্র করে প্রতীমা বিক্রি করতে জেলার বিভিন্ন স্থানে বসেছে লক্ষী প্রতিমার হাট।
প্রতি বছরের মতো এ বছর পঞ্চমী তিথিতে লক্ষ্মী দেবীর আরাধনা করবেন হিন্দু ধর্মাবলম্বীরা। লক্ষী পূজা উপলক্ষে জেলার হিন্দু ধর্মাবলম্বীদের বাড়ীতে বাড়ীতে মন্ডপ তৈরী করে লক্ষ্মী প্রতিমা স্থাপন করা হচ্ছে। তাই সবাই ব্যস্ত লক্ষ্মী প্রতিমা কিনতে। আর এ উপলক্ষে শহরের খাটরা সার্বজনীন কালী বাড়ীসহ জেলার বিভিন্ন স্থানে বসেছে লক্ষ্মী প্রতিমার হাট। ছোট প্রতিমা বিক্রি হচ্ছে ১শ’ টাকা থেকে ২শ’ টাকা এবং বড় প্রতিমা বিক্রি হচ্ছে ৩শ’ টাকা থেকে ৬শ’ টাকা পর্যন্ত। যে যার পছন্দ ও সাধ্যমতো কিনছেন প্রতীমা। এ হাটে শুধু লক্ষ্মী প্রতীমাই নয়, বিক্রি হচ্ছে পূজার অন্যান্য উপকরণও।