আগস্ট হত্যাকান্ডের কুশীলবরা এখনো সক্রিয় রয়েছে : ওবায়দুল কাদের

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৪১:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ অগাস্ট ২০২১
- / ১৫৪৯ বার পড়া হয়েছে
আগস্ট হত্যাকান্ডের কুশীলবরা এখনো সক্রিয় রয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
সকালে আওয়ামী লীগের মুখপত্র উত্তরণ আয়োজিত “শোকাবহ আগস্ট-ইতিহাসের কালো অধ্যায়” শীর্ষক ওয়েবিনারে ভার্চুয়ালী যুক্ত হয়ে এ মন্তব্য করেন তিনি। মঞ্চের খুনি অনেকেরই বিচার ও ফাঁসির রায় কার্যকর হলেও বিদেশে পলাতক থাকা বাকিদেরকে ফিরিয়ে আনার সর্বাত্মক কূটনৈতিক প্রয়াস অব্যাহত আছে বলেও জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। এছাড়া নেপথ্যের ষড়যন্ত্রকারিদের বিরুদ্ধে তদন্ত করে তাদের স্বরূপ উন্মোচন করতে হবে বলেও জানান ওবায়দুল কাদের।