আওয়ামী লীগের বিরুদ্ধে নির্বাচনে মনোনয়ন বেচা-কেনার অভিযোগ করেছেন জিএম কাদের
- আপডেট সময় : ০৮:৪৬:৩০ অপরাহ্ন, বুধবার, ৫ জানুয়ারী ২০২২
- / ১৬৩২ বার পড়া হয়েছে
আওয়ামী লীগের বিরুদ্ধে নির্বাচনে মনোনয়ন বেচা-কেনার অভিযোগ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। সরকারের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতে নেতাকর্মীদের প্রতি আহবানও জানান তিনি। রাজধানীতে এক অনুষ্ঠানে এ সব কথা বলেন তিনি।
সকালে রাজধানীর বনানীর দলীয় কার্যালয়ে নবগঠিত গাজীপুর শাখার নেতাকর্মীদের সঙ্গে মত বিনিময় সভায় এসব কথা বলেন জিএম কাদের। এখন থেকেই আগামী নির্বাচনের প্রস্তুতি নিতে হবে। যে কোন ত্যাগ স্বীকারে নেতাকর্মীদের প্রতি আহবান জানান তিনি। জিএম কাদের বলেন, দেশের নির্বাচন ব্যবস্থা ভেঙে পড়েছে। নির্বাচন কমিশনকে খুব অসহায় মনে হচ্ছে। সরকারের পক্ষ থেকে যে ফলাফল ধরিয়ে দেওয়া হয়, সেটিই নির্বাচন কমিশন ঘোষণা করে। কোথাও কোথাও প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ক্ষমতাসীনদের সাথে একত্রিত হয়ে নির্বাচনী ব্যবস্থাকে কলুষিত করছেন বলে মন্তব্য করেন জিএম কাদের।
























