অ্যাশেজ সিরিজের চতুর্থ টেস্ট শুরু বুধবার

এস. এ টিভি
- আপডেট সময় : ১০:১৮:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ জানুয়ারী ২০২২
- / ১৫৫৮ বার পড়া হয়েছে
অ্যাশেজ সিরিজের চতুর্থ টেস্ট শুরু বুধবার। মুখোমুখি হবে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড। সিডনিতে বাংলাদেশ সময় ভোর সাড়ে ৫টায় শুরু হবে ম্যাচ।
টানা তিন টেস্টে জিতে এরই মধ্যে সিরিজ নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া। তবুও এই ম্যাচটি হালকা ভাবে নিচ্ছে না তারা। এমনটাই জানিয়েছেন অধিনায়ক প্যাট কামিন্স। করোনায় আক্রান্ত হওয়ায় সিডনি টেস্ট থেকে ছিটকে গেছেন ট্রাভিস হেড। তার জায়গায় একাদশে সুযোগ পেতে পারেন ওসমান খাজা। অন্যদিকে,
ঘুরে দাঁড়াতে মরিয়া ইংল্যান্ড। সিরিজ হারলেও সিডনি টেস্ট নিয়ে বেশ আশাবাদী ইংল্যান্ড কোচ। এদিকে, করোনাকালীন সময়ে ইংলিশদের সিরিজে থাকাটাই বড় করে দেখছেন অজি অধিনায়ক প্যাট কামিন্স।