অস্ত্রবিরতিতে রাজি হয়েছে রাশিয়া ও ইউক্রেন
 
																
								
							
                                - আপডেট সময় : ০২:৩৪:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জানুয়ারী ২০২২
- / ১৫৮৩ বার পড়া হয়েছে
আট ঘণ্টার বেশি আলোচনার পর অস্ত্রবিরতিতে রাজি হয়েছে রাশিয়া ও ইউক্রেন। প্যারিসে এ আলোচনার মধ্যস্থতা করে ফ্রান্স ও জার্মানী। জার্মান সরকারের একটি সূত্র জানিয়েছে, ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে বার্লিনে আবারও আলোচনায় বসবে চার দেশ।
ইউক্রেনের পূর্ব সীমান্তে বিপুলসংখ্যক সেনা মোতায়ন করেছে রাশিয়া। এ নিয়ে রাশিয়ার সঙ্গে ইউক্রেন ও পশ্চিমা দেশগুলোর উত্তেজনা চলছে। কিয়েভ ও পশ্চিমারা আশঙ্কা প্রকাশ করে জানায় ইউক্রেনে সামরিক হস্তক্ষেপের পরিকল্পনা করছে মস্কো। তবে মস্কো এ অভিযোগ অস্বীকার করে আসছে। মস্কোর পক্ষ থেকে ইউক্রেনকে ন্যাটো জোটে অন্তর্ভুক্ত না করার দাবি করা হয়। বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে ইউক্রেনের চলমান সংঘাতের বিষয়ে ২০১৯ সালের পর এই প্রথম যৌথ বিবৃতিতে সই করতে রাজি হলো রাশিয়া ও ইউক্রেন। ফ্রান্স ও জার্মানিও এই যৌথ বিবৃতির অংশ হচ্ছে। অস্ত্রবিরতিতে সম্মত হওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন ফ্রান্সের কূটনীতিক।

 
																			 
																		
























