অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের মূখ্যমন্ত্রীর পদত্যাগ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৪৪:৫০ অপরাহ্ন, শনিবার, ২ অক্টোবর ২০২১
- / ১৬৪৫ বার পড়া হয়েছে
ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির অভিযোগের জেরে নিজ উদ্যোগে পদত্যাগ করেছেন অস্ট্রেলিয়ার প্রধান শহর সিডনির রাজ্য নিউ সাউথ ওয়েলসের মূখ্যমন্ত্রী গ্ল্যাডিস বেরেজিক্লিয়ান।
তিনি পদত্যাগ করবেন—এমন গুঞ্জন ওঠে গতকাল সকাল থেকেই। পরে, দুপুরে এক সংবাদ সম্মেলনে মূখ্যমন্ত্রী ও দলের রাজ্যপ্রধানের পদ থেকে সরে যাওয়ার ঘোষণা দেন গ্ল্যাডিস। তবে রাজ্য সংসদের সদস্য হিসেবে এখনো বহাল তিনি। তাঁর বিরুদ্ধে আসা অভিযোগের সুষ্ঠু তদন্তের স্বার্থে এ পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান তিনি। চলতি মাসের শেষ নাগাদ গ্ল্যাডিস বেরেজিক্লিয়ানের বিরুদ্ধে আসা অভিযোগের তদন্ত শেষ হবে।
























