অস্ট্রেলিয়ার উত্তরাঞ্চলীয় শহরে বন্যায় এ পর্যন্ত নিহত হয়েছে ৯ জন

এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৫৪:০৩ অপরাহ্ন, বুধবার, ২ মার্চ ২০২২
- / ১৬০৩ বার পড়া হয়েছে
অস্ট্রেলিয়ার উত্তরাঞ্চলীয় শহরে বন্যা পরিস্থিতির চরম অবনতি হয়েছে। এ পর্যন্ত নিহত হয়েছে ৯ জন। এছাড়াও দেশটির দক্ষিণাঞ্চলের ৩ লাখ বাসিন্দাকে বাড়ি ছেড়ে নিরাপদে চলে যাওয়ার নির্দেশ দিয়েছে দেশটির আবহাওয়া দফতর।
ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকায় পানির নিচে তলিয়ে গেছে বহু এলাকা। ভেঙে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। বন্যা পরিস্থিতির চরম অবনতি দেখে মঙ্গলবার হাজার হাজার বাসিন্দাকে উদ্ধার করা হয়েছে দেশটির বিভিন্ন জায়গা থেকে। প্রায় অর্ধলাখ মানুষকে উদ্ধার করার পরও আরও কয়েক লাখ লোককে নিরাপদে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে স্থানীয় প্রশাসন। উদ্ধারকর্মীদের নিরলস পরিশ্রমের জন্য তাদের ধন্যবাদ জানিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন।