অসাধু ডিম ব্যবসায়ীদের বিরুদ্ধে জরিমানার পাশাপাশি মামলা হবে

- আপডেট সময় : ০৮:০৪:৪৩ অপরাহ্ন, রবিবার, ২১ অগাস্ট ২০২২
- / ১৫৪০ বার পড়া হয়েছে
অসাধু ডিম ব্যবসায়ীদের বিরুদ্ধে জরিমানার পাশাপাশি মামলাও করবে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। রাজধানীর টিসিবি ভবনে ডিম ও মুরগী আড়তদারদের সাথে বৈঠকে এই হুশিয়ারি দেন অধিদপ্তরের মহাপরিচালক এ. এইচ. এম শফিকুজ্জামান। তিনি বলেন, বাজারে সিল মেরে আড়াই গুণ বেশি দামে বিক্রি করলেও সেগুলো অর্গানিক ডিম নয়। গত ১৫ দিনে দাম বাড়িয়ে ৫শ’ কোটি টাকা লুটে নিয়েছে অসাধু ব্যবসায়ীরা।
টিসিবি ভবনে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের ডাকা সভায় বির্তকে জড়িয়ে পড়েন ডিম ব্যবসায়ীরা। এক পর্যায়ে উত্তর দিতে না পেরে ভুল শিকার করেন তারা।
ডিমের দাম নিয়ন্ত্রণে গত তিন দিন ধরে অভিযান চালায় ভোক্তা সংরক্ষন অধিদপ্তর। তারা জানান, রাজধানীর তেজগাঁওয়ে অনিবন্ধিত ডিম ব্যবসায়ী বহুমুখী সমিতি নামে একটি সংগঠন দাম বাড়িয়েছিল।
চাহিদা ও যোগানের উপর নির্ভর না করে নিজেদের ইচ্ছামতো ডিমের দাম বাড়িয়েছে বলে জানায়, ক্যাব।
বাজার নিয়ন্ত্রণে বানিজ্য মন্ত্রনালয়কে আরো কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানান বক্তারা।