অসময়ের বৃষ্টিতে নওগাঁয় আমন ধানের ফলন বিপর্যয়
- আপডেট সময় : ০৩:৪৯:৫৩ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫
- / ১৫০১ বার পড়া হয়েছে
অসময়ে বৃষ্টিতে নওগাঁয় আমন ধানের ফলন বিপর্যয় হয়েছে । এর উপর বাজার দর কম হওয়ায় লোকসান গুনছেন জেলার কৃষক। তারা বলছেন ধান বিক্রি করে উৎপাদন খরচ উঠছে না। তবে লোকসান ঠেকাতে সকল প্রকার সহযোগিতা করা হচ্ছে বলছেন কৃষি বিভাগ।
নওগাঁয় এবার কৃষকের পাকা আমন ধানে মই দিয়েছে বিরূপ আবহাওয়া। ছিল অসময়ের বৃষ্টি। এতে ক্ষতিগ্রস্ত হয় প্রায় দুই হাজার হেক্টর আমনের ক্ষেত, যার প্রভাব পড়েছে ফলনেও।
ইতিমধ্যে প্রায় বিশ ভাগ জমির ধান কাটা হয়েছে বিঘা প্রতি ফলন হয়েছে ১৪ থেকে ১৬ মন। যা গেল বছরের তুলনায় ৫ থেকে ৭ মন কম। বর্তমান বাজারে মোটা আমন ১১’শ থেকে ১১’শ ৫০ টাকা আর চিকন ধান বিক্রি হচ্ছে সর্বোচ্চ সাড়ে ১৩’শ টাকা মন দরে।
কৃষকরা বলছেন, সব মিলিয়ে বিঘা প্রতি আমন উৎপাদনে খরচ হয়েছে ১০ থেকে ১২ হাজার টাকা এই দামে ধান বিক্রি করে লাভ তো দূরের কথা উৎপাদন খরচ উঠছে না তাদের।
কৃষকের হতাশার এমন বাস্তবতায় উত্তরের আদিবাসী মেয়ে শ্রমিকের বেতন বৈষম্যের চিত্র তুলে ধরলেন এ শ্রমিক।
তবে সঠিক দাম পেলে ক্ষতি পুষে উঠবে বলছেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
জেলাই এবার আমন ধান চাষ হয়েছিল ১ লক্ষ ৯৩ হাজার হেক্টর জমিতে যার উৎপাদন লক্ষ্যমাত্রা ছিল ৬ লক্ষ ৬৭ হাজার ২৬ মেট্রো টন।




















