অলিম্পিয়াকোসের বিপক্ষে কষ্টকর জয় পেয়েছে আর্সেনাল

- আপডেট সময় : ০২:৪৪:১১ অপরাহ্ন, শুক্রবার, ২১ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫৭১ বার পড়া হয়েছে
ইউরোপা কাপে অলিম্পিয়াকোসের বিপক্ষে কষ্টকর জয় পেয়েছে আর্সেনাল। অলিম্পিয়াকোসের মাঠে প্রথম লেগে ১-০ গোলের জয় পায় গানাররা।
অন্য ম্যাচে, হোঁচট খেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। বেলজিয়ামের ক্লাব ব্রুগে’র মাঠে পিছিয়ে থেকে ১-১ ব্যবধানের ড্র নিয়ে মাঠ ছাড়ে সুলশায়ারের শিষ্যরা। ম্যাচের শুরু থেকে এগিয়ে ছিল রেড ডেভিলরা। কিন্তু ১৫ মিনিটে পিছিয়ে পড়ে সুলশায়ারের দল। অবশ্য ক্লাব ব্রুগেকে ব্যবধানটা বেশিক্ষণ ধরে রাখতে দেয়নি তারা। ৩৬ মিনিটে অ্যান্থনি মার্শালের গোলে সমতায় ফেরে ইউনাইটেড। দ্বিতীয়ার্ধে গোলের জন্য মরিয়া ইংলিশ জায়ান্টরা। কিন্তু নিজেদের মাঠে রেড ডেভিলদের আর কোনো গোল উদযাপন করতে দেয়নি ক্লাব ব্রুগে। এদিকে, ম্যানইউ হোঁচট খেলেও কষ্টকর জয় পেয়েছে আরেক ইংলিশ ক্লাব আর্সেনাল। গ্রীসের ক্লাব অলিম্পিয়াকোসের মাঠে প্রথম লেগে ১-০ গোলের জয় পেয়েছে গানাররা। ম্যাচের ৮১ মিনিটে আলেক্সান্দ্রের গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে মাইকেল আর্তাতার দল।