অভিযান-১০ লঞ্চে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় পুণরায় তদন্ত দাবী
- আপডেট সময় : ০৪:৫৭:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ জানুয়ারী ২০২২
- / ১৬০৭ বার পড়া হয়েছে
অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় আবারো তদন্ত চেয়ে নৌ প্রতিমন্ত্রীকে চিঠি দিয়েছেন এমভি অভিযান-১০ লঞ্চের এক যাত্রী। প্রতিবেদনটিকে ‘পক্ষপাতমূলক’ অ্যাখ্যা দেয়া হয়েছে। সোমবার ডাকযোগে নৌপরিবহন প্রতিমন্ত্রী বরাবর চিঠি পাঠিয়েছেন তিনি।
নৌ-পরিবহন প্রতিমন্ত্রীকে চিঠি দিয়েছেন ঘটনার দিনে লঞ্চে থাকা যাত্রী সাখাওয়াত হোসেন। কমিটি তাদের প্রতিবেদনে অগ্নিকাণ্ডের সূত্রপাত হিসেবে কারণকে ‘হতে পারে’ বলে উল্লেখ করেছে। কোনো একটি কারণকে নিশ্চিত করেনি বলে প্রতিবেদনটিকে দায়সারা বলে উল্লেখ করেছেন সাখাওয়াত হোসেন। একজন প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগী হিসেবে প্রতিবেদনটি অসামঞ্জস্যপূর্ণ ও তথ্যবিভ্রাটমূলক বলে মনে হয়েছে সাখাওয়াত হোসেনের। চিঠিতে তিনি উল্লেখ করেছেন, ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশনের দুর্ঘটনা তদন্তের জন্য নির্দিষ্ট নিয়ম ও রীতি আছে।সে অনুযায়ী কমিটির প্রত্যেক সদস্যকে ‘অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন’কোর্স সম্পর্কে ধারণা থাকতে হবে। পুণরায় তদন্তের দাবি করা হয়েছে চিঠিতে। ২৪ ডিসেম্বর দিবাগত রাতে ঝালকাঠির সুগন্ধা নদীতে ঢাকা থেকে বরগুনাগামী ওই লঞ্চে আগুন লেগে ঘটনাস্থলে মারা যায় ৩৯ জন। পরে আরো ৫ জনের লাশ উদ্ধার হয় নদী থেকে।



















