অবৈধ সম্পদ অর্জন মামলায় হাজী সেলিমের কারাদণ্ড বহাল
																
								
							
                                
                              							  এস. এ টিভি									
								
                                
                                - আপডেট সময় : ০১:৪৯:৪৯ অপরাহ্ন, বুধবার, ৯ ফেব্রুয়ারী ২০২২
 - / ১৬৩২ বার পড়া হয়েছে
 
অবৈধ সম্পদ অর্জন মামলায় আওয়ামী লীগ সংসদ সদস্য হাজী মো. সেলিমকে বিচারিক আদালতের দেয়া ১০ বছরের কারাদণ্ড এবং ১০ লাখ টাকা জরিমানা বহাল রেখে হাইকোর্টের দেয়া রায় প্রকাশিত হয়েছে।
এসময় হাজী সেলিমকে ৩০ দিনের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দেয় হাইকোর্ট। দুদক আইনজীবী মো. খুরশীদ আলম খান বলেন, তার সংসদ সদস্য পদও থাকছে না। এর আগে গত ৯ মার্চ বিচারপতি মো. মঈনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি এ কে এম জহিরুল হকের হাইকোর্ট বেঞ্চ এই রায় ঘোষণা করেন। আদালত রায়ে জরিমানার টাকা অনাদায়ে হাজী মো. সেলিমকে আরও ১ বছরের সশ্রম কারাদণ্ড দেন।
																			
																		














