অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে তারেক-জুবাইদার মামলা চলবে : আদেশ হাইকোর্টের

- আপডেট সময় : ০৩:১১:৪০ অপরাহ্ন, রবিবার, ২৬ জুন ২০২২
- / ১৫৬১ বার পড়া হয়েছে
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তাঁর স্ত্রী জোবায়দা রহমানের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের মামলা চলবে বলে রায় দিয়েছেন হাইকোর্ট। মামলার বৈধতা প্রশ্নে জারি করা রুল খারিজ করে দিয়ে আদালত এ রায় দেন। পাশাপাশি দ্রুত মামলা নিষ্পত্তিতে বিচারিক আদালতকে নির্দেশ দেয়া হয়েছে।
বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের বেঞ্চ এ রায় দেন। এর আগে শুনানির সময় আদালতে দুদকের আইনজীবী প্রশ্ন তুলে বলেন, ‘পলাতক থাকা অবস্থায় তারেক রহমান ও জোবায়দা রহমান আইনজীবী নিয়োগ করতে পারেন না। এর আগে জ্ঞাত আয় বহির্ভুত ৪ কোটি ৮১ লাখ ৫৩ হাজার ৫৬১ টাকার মালিক হওয়া ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে ২০০৭ সালের ২৬ সেপ্টেম্বর রাজধানীর কাফরুল থানায় এ মামলা করে দুদক। মামলায় তারেক রহমান, ডা. জোবায়দা রহমান ও তার মা ইকবাল মান্দ বানুকে আসামি করা হয়। পরবর্তীতে জোবায়দার রহমানের আবেদনের পরিপ্রেক্ষিতে মামলার কার্যক্রম স্থগিত করে রুল জারি করে হাইকোর্ট। ওই রুলের শুনানি শেষে ২০১৭ সালের ১২ এপ্রিল রায় দেন হাইকোর্ট। রায়ে মামলা বাতিলে জারি করা রুল খারিজ করে দেন হাইকোর্ট।