অবসরের ঘোষণা দিয়ে টেনিস-বিশ্বকে চমকে দিলেন অ্যাশলি বার্টি

এস. এ টিভি
- আপডেট সময় : ১০:০৮:১৯ অপরাহ্ন, বুধবার, ২৩ মার্চ ২০২২
- / ১৬২০ বার পড়া হয়েছে
অবসরের ঘোষণা দিয়ে টেনিস-বিশ্বকে চমকে দিলেন অ্যাশলি বার্টি। মাত্র ২৫ বছর বয়সে মেয়েদের এক নম্বর এই টেনিস তারকা অবসরের ঘোষণা দেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেই অবসরের ঘোষণা দেন অস্ট্রেলিয়ান ওপেন জেতা বার্টি। ২০১৯ সালের ফ্রেঞ্চ ওপেনের পর থেকেই মেয়েদের রেংকিংয়ের শীর্ষস্থানটা দখল করে রেখেছিলেন এই অস্ট্রেলিয়ান টেনিস তারকা। জিতেছেন উইম্বলডন ও ফ্রেঞ্চ ওপেনও। ঘরের মাটিতে গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন দুই মাস আগে। ৪৪ বছরে প্রথম অস্ট্রেলিয়ান খেলোয়াড় হিসেবে এই টুর্নামেন্টে জেতেন তিনি। তার অবসরের কথা নিশ্চিত করেছে ওমেন টেনিস অ্যাসেসিয়েশনও।