অবশেষে প্রেক্ষাগৃহে মুক্তি পেল মৌ খানের ‘বান্ধব’

- আপডেট সময় : ০৪:৫৭:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫
- / ১৫৪৫ বার পড়া হয়েছে
অবশেষে প্রেক্ষাগৃহে মুক্তি পেল চিত্রনায়িকা মৌ খান অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘বান্ধব’। ৩ অক্টোবর দেশের বিভিন্ন হলে ছবিটি মুক্তি পায়।সিনেমাটি পরিচালনা করেছেন সুজন বড়ুয়া।
এর আগে একাধিকবার মুক্তির দিনক্ষণ ঠিক হলেও, প্রযোজনা প্রতিষ্ঠানের সিদ্ধান্তে তা পিছিয়ে যায়। শেষ পর্যন্ত দুর্গাপূজার মৌসুমকে ঘিরে মুক্তি পেলমানবিক গল্পনির্ভর এই সিনেমাটি।
‘বান্ধব’-এর গল্প আবর্তিত হয়েছে এক জন্মপরিচয়হীন শিশুকে ঘিরে—যে কিনা ময়লার স্তূপে পড়ে ছিল ডাস্টবিনে। এই অসাধারণ ও হৃদয়স্পর্শী চরিত্রেঅভিনয় করেছেন প্রজন্মের অভিনেত্রী মৌ খান। চরিত্রটির মাধ্যমে ফুটে উঠেছে সমাজের পিছিয়ে পড়া মানুষের জীবনসংগ্রাম ও সহানুভূতির বার্তা।
চরিত্র নিয়ে মৌ খান বলেন, ‘এটি আমার জন্য বেশ চ্যালেঞ্জিং একটি চরিত্র ছিল। আমি চেষ্টা করেছি শতভাগ মনোযোগ দিয়ে কাজটি করতে। অনেকআগেই সিনেমার কাজ শেষ হলেও নানা কারণে এটি মুক্তি পেতে দেরি হয়েছে। তবে অবশেষে পূজায় সিনেমাটি মুক্তি পেয়ে দারুণ লাগছে। দর্শকদের কাছথেকেও ভালো সাড়া পাচ্ছি।’
সিনেমাটিতে মৌ খানের পাশাপাশি আরও অভিনয় করেছেন গাজী রাকায়েত, রেবেকা রউফ, জয় রাজ, সুমিত সেনগুপ্ত, হাবিব খান, আসমা শিউলি, আরফান, রাজ সাগর, রুবেল প্রমুখ।