অফিস চত্বর থেকে বিষাক্ত সাপ তাড়ানোর নামে চলছে সরকারী অর্থ লোপাট

- আপডেট সময় : ০২:০৪:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর ২০২২
- / ১৫৯০ বার পড়া হয়েছে
অফিস চত্বর থেকে বিষাক্ত সাপ তাড়ানোর নামে চলছে সরকারী অর্থ লোপাট। প্রতি বছরই এ খাতে খরচ দেখানো হচ্ছে লাখ লাখ টাকা। অথচ নামেমাত্র পরিস্কার-পরিচ্ছন্নতা দেখিয়ে পকেট ভারি করছেন কতিপয় অসৎ কর্মকর্তা। তবে টাকা তোলার ক্ষেত্রে মানা হয় না নিয়ম-নীতি।
রাজশাহীতে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণাগারের অফিস ভবন ও আবাসিক এলাকায় বিষাক্ত সাপের উৎপাত বেড়েছে এমন কারণ দেখিয়ে ঝোঁপঝাড় পরিস্কার ও ঘাস কাটতে পরিচালককে চিঠি দেন চার বৈজ্ঞানিক কর্মকর্তা।
গেলো ৩০ আগস্ট একযোগে দেয়া চিঠিতে তারা অগ্রিম এক লাখ টাকাও চান। কর্মকর্তাদের যোগসাজশে পিপিআর লংঘণ করে গত ৬ সেপ্টেম্বর একই অর্থনৈতিক কোড ব্যবহার করে চারটি চেকে ওই টাকা ছাড়ের অনুমোদন দেন ভারপ্রাপ্ত পরিচালক।
চিঠি বার্তা অনুযায়ী প্রকল্পে ২০০ শ্রমিকের কাজ করার কথা। কিন্তু ভারপ্রাপ্ত পরিচালক তার গাড়ি চালককে দিয়ে নামে মাত্র কাজ করিয়ে টাকা তুলে নিজের পকেটে নিচ্ছেন। এছাড়া, স্থানীয় দুই শ্রমিক কাজ করলেও বরাদ্দ অনুযায়ী টাকা পায়নি তারা।
পিপিআর লংঘন করে টাকা তোলার কথা অবশ্য অকপটে স্বীকারও করেছেন ভারপ্রাপ্ত পরিচালক। পোকামাকড় ও সাপ তাড়ানোর নামে প্রতি অর্থবছরই অন্তত ৫ লাখ টাকা করে খরচ দেখানো হয়।