অনিয়ম-দুর্নীতির দায়ে বরখাস্ত ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা আটক

এস. এ টিভি
- আপডেট সময় : ০২:০৪:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ অগাস্ট ২০২২
- / ১৫৯৪ বার পড়া হয়েছে
পটুয়াখালীর রাঙ্গাবালীতে অনিয়ম-দুর্নীতির দায়ে বরখাস্ত ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা মনিরুল ইসলামকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা।
গতকাল সন্ধ্যায় নতুন কর্মকর্তার কাছে দায়িত্ব বুঝিয়ে দিয়ে বিদায় নেয়ার সময় রাঙ্গাবালী সদর ইউনিয়ন ভূমি অফিসের সামনে তাকে আটকে দেয়া হয়। ঘুষের টাকা ফেরতের দাবিতে শতাধিক মানুষ রাস্তা অবরোধ করে। পরিস্থিতি খারাপ হলে উপজেলা সহকারী কমিশনার সালেক মুহিদ পুলিশে খবর দেন। পরে তাকে থানা-হেফাজতে নেয়া হয়। এর আগে গত ১০ আগষ্ট অনিয়ম, দুর্নীতিসহ বিভিন্ন অভিযোগে তাকে সাময়িক বরখাস্ত করা হয়।