অনির্বাচিত সরকারের জনগণের প্রতি কোন দায়বদ্ধতা নেই : টুকু

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:১৬:০৫ অপরাহ্ন, শনিবার, ১ অক্টোবর ২০২২
- / ১৫৫৮ বার পড়া হয়েছে
অনির্বাচিত সরকারের জনগণের প্রতি দায়বদ্ধতা নেই বলে মন্তব্য করেছেন বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। ফলে রাষ্ট্রযন্ত্র কার্যত অচল হয়ে পড়েছে বলে অভিযোগ জানান তিনি।
পঞ্চগড়ের বোদায় মাড়েয়া হাইস্কুল এন্ড কলেজ মাঠে করতোয়ায় নৌকাডুবির ঘটনায় নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা দিতে গিয়ে এ কথা বলেন তিনি। স্থানীয় বিএনপির আয়োজনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য টুকু আরো বলেন, উপজেলা চেয়ারম্যান ও নির্বাহী কর্মকর্তার উদাসীনতায় এতো বড় দুর্ঘটনার শিকার হয়েছে সাধারণ জনগণ। অনুষ্ঠানে বক্তব্য রাখেন রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবীব দুলু, জেলা বিএনপির আহ্বায়ক জহিরুল ইসলামসহ অনেকেই।