৮ম দফা অবরোধে দেশের বিভিন্ন স্থানে মিছিল ও পিকেটিং
- আপডেট সময় : ০১:০৭:০৭ অপরাহ্ন, বুধবার, ২৯ নভেম্বর ২০২৩
- / ১৭৬৯ বার পড়া হয়েছে
সরকারের পদত্যাগ ও নির্বাচনের তফসিল প্রত্যাখান করে বিএনপি-জামায়াতের ডাকা ৮ম দফা অবরোধে দেশের বিভিন্ন স্থানে মিছিল, পিকেটিং করেছে দলীয় নেতাকর্মীরা।
চট্টগ্রামে সকাল থেকেই বিভিন্ন এলাকায় ঝটিকা মিছিল ও পিকেটিং করে বিএনপি’র নেতাকর্মীরা। নগরীর পাহাড়তলী রেলগেইট এলাকায় অবরোধ সমর্থনে মিছিল বের করে যুবদল। এছাড়া চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া, চট্টগ্রাম-রাঙ্গামাটি ও খাগড়াছড়ি মহাসড়কের বিভিন্ন এলাকায় মিছিল ও পিকেটিং হয়। অবরোধের কারণে আজও চট্টগ্রাম থেকে ছাড়েনি কোন দুরপাল্লার বাস।
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চলন্ত ট্রাকে দুর্বৃত্তের দেয়া আগুনে দগ্ধ হয়েছে ট্রাকের সহকারী। গতকাল রাত সাড়ে ৯টার দিকে শিংলাবো এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা তাকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করে।
অবরোধ সমর্থনে ঠাকুরগাঁওয়ে মশাল মিছিল করে ছাত্রদল ও যুবদল। গতকাল রাতে মশাল মিছিলটি ঢাকা-ঠাকুরগাঁও হাইওয়ে সদর উপজেলা থেকে শুরু হয়ে কেন্দ্রীয় বাস টার্মিনালে গিয়ে শেষ হয়।
খুলনা ১ দফা দাবীতে বিএনপি-জামায়াত এবং সমমনা দলগুলোর ডাকা ৪৮ ঘণ্টার অবরোধের সমর্থনে মিছিল করেছে খুলনা খালিশপুর থানা যুবদল।আজ সকালে খুলনা যশোর মহাসড়কের বৈকালী থেকে মিছিল বের হয়ে মুজগুনির মোড় পর্যন্ত যেয়ে শেষ হয়। এ সময় মিছিলে উপস্থিত ছিলেন,খালিশপুর থানা যুব দলের নেতা কর্মিরা।
অবরোধের সমর্থনে ময়মনসিংহে বিক্ষোভ মিছিল করেছে উত্তর জেলা যুবদল। উত্তর জেলা যুবদলের যুগ্ম সাধারন সম্পাদক জাহাঙ্গীর হোসেন পাপ্পুর নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি ময়মনসিংহ-নেত্রকোণা সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে উওর জেলা যুবদলের অন্যান্য নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।