৭ জানুয়ারি গোটা বিশ্বের মানুষ আ’লীগ কে লাল কার্ড দেখিয়েছে : রিজভী
- আপডেট সময় : ১২:২৬:৩৪ অপরাহ্ন, বুধবার, ১০ জানুয়ারী ২০২৪
- / ১৬৯০ বার পড়া হয়েছে
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ৭ জানুয়ারি উদ্ভট প্রহসনের নির্বাচনের মঞ্চায়ন দেখেছে দেশবাসীসহ গোটা বিশ্বের মানুষ। ভোট বর্জন করে দেশের সর্বস্তরের মানুষ আওয়ামী লীগকে লাল কার্ড দেখিয়েছে। মঙ্গলবার বিকেলে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে রিজভী এসব কথা বলেন। চূড়ান্ত বিজয় না হওয়া পর্যন্ত বিএনপির আন্দোলন চলবে বলেও জানান তিনি।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন জনগণ স্বতঃস্ফূর্তভাবে বর্জন করেছে জানিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, একদলীয় বাকশালী নির্বাচনে ১০ শতাংশ ভোটও পড়েনি। মঙ্গলবার রাজধানীর কমলাপুর রেলস্টেশনের সামনে ও আশেপাশে সচেতনতামূলক লিফলেট বিতরণকালে বিএনপি ও সমমনা দলের ডাকে নির্বাচন বর্জন করায় দেশবাসীকে ধন্যবাদ জানান বিএনপি নেতা রিজভী। এসময় তিনি আরো বলেন, নির্বাচনের দিন সকাল ১০টার মধ্যেই ইসি সচিব বলেন, কারা এমপি হবেন তা ঠিক করা আছে। তবুও এই নির্বাচনে তারা নিজেরা মারামারি ও সহিংসতা ঘটিয়েছে। একজন আরেকজনকে হত্যা করেছে। মানুষের ভোটাধিকার নিয়ে ছিনিমিনি খেলছে সরকার। একথা বলেন তিনি। এর আগে গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত সংসদ নির্বাচনকে ‘ডামি ও প্রহসন’ আখ্যা দিয়ে অবিলম্বে তা বাতিলের দাবি জানায় বিএনপিসহ সরকার বিরোধী বিভিন্ন রাজনৈতিক দল। এই দাবিতে দু’দিনের গণসংযোগ কর্মসূচি ঘোষণা করে তারা। তারই অংশ হিসেবে লিফলেট বিতরণ করে বিএনপি।