৭২ ঘন্টা শেষে হিউস্টনে চীনা কনস্যুলেটের নিয়ন্ত্রণ নিয়েছে মার্কিন আইনশৃঙ্খলা-বাহিনী

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৪২:৩০ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২০
- / ১৫৬২ বার পড়া হয়েছে
৭২ ঘন্টা শেষ হতেই হিউস্টনে চীনা কনস্যুলেটের নিয়ন্ত্রণ নিয়েছে মার্কিন ফেডারেল এজেন্ট ও আইনশৃঙ্খলা-বাহিনী।
স্থানীয় সময় শুক্রবার দুপুরে তারা সেখানে প্রবেশ করে। মঙ্গলবার কনস্যুলেট ভবনের কার্যক্রম বন্ধের জন্য ৭২ ঘণ্টার সময় দিয়েছিল ট্রাম্প প্রশাসন।মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার প্রশাসন বেশ কয়েকটি ইস্যুতে চীনের সঙ্গে সংঘাতে জড়িয়েছে। যুক্তরাষ্ট্রে অবস্থিত আরও চীনা কনস্যুলেট বন্ধ করে দেয়ার ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প। শুক্রবার মার্কিন কর্মকর্তারা সাংবাদিকদের জানান, টেক্সাসের একটি গবেষণা প্রতিষ্ঠানে জালিয়াতি তদন্তে কনস্যুলেটের যোগসূত্র পাওয়া গেছে। এরপরই চেংদুতে মার্কিন কনস্যুলেট বন্ধের নির্দেশ দেয় বেইজিং।