৫ ঘন্টা চেষ্টার পর নারায়ণগঞ্জে কারখানার আগুন নিয়ন্ত্রণে

এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৩৩:৪১ অপরাহ্ন, রবিবার, ৩ জানুয়ারী ২০২১
- / ১৫৫০ বার পড়া হয়েছে
৫ ঘন্টা চেষ্টার পর নিয়ন্ত্রণে এসেছে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের ত্রিপদী এলাকায় ইলেকট্রনিক পণ্য প্রস্তুতকারী কারখানার আগুন।
বেলা পৌনে ১১টার দিকে কারখানাটিতে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে দ্রুত সোনারগাঁও ফায়ার সার্ভিস থেকে ৫টি মেঘনা ও গজারিয়া থেকে আরও ৫টি ইউনিট গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কি করে আগুন লাগলো, তা এখনো জানা যায়নি। নিরূপন করা যায়নি ক্ষয়ক্ষতির পরিমাণও। নারায়ণগঞ্জ, ডেমরা, সোনারগাঁও, বন্দর, মেঘনা ও গজারিয়াসহ ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট ৫ ঘন্টা কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে।