আধুনিক প্রযুক্তির ব্যবহারের ফলে ৫৫ লাখ কর্মী চাকরি হারাবে : সিপিডি
- আপডেট সময় : ০৮:০১:২৪ অপরাহ্ন, রবিবার, ২২ অক্টোবর ২০২৩
- / ১৬৬৬ বার পড়া হয়েছে
চতুর্থ শিল্প বিপ্লবের যুগে আধুনিক প্রযুক্তির ব্যবহারের ফলে ৫৫ লাখ কর্মী চাকরি হারাবে বলে জানিয়েছে সিপিডি। সংস্থাটি আয়োজিত এক আলোচনায় এ তথ্য দেয়া হয়। আর গবেষণা ও কাজের বৈচিত্র্যের মাধ্যমে নতুন কর্মসংস্থান আয়ত্বে আনতে তরুণ প্রজন্মের গুণগত মানের অভাব রয়েছে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী। দেশকে এগিয়ে নিতে দুর্নীতি পরিহার করারও আহ্বান জানান তিনি।
উৎপাদন মুখী শিল্পখাতে প্রযুক্তির ব্যবহার নিয়ে মহাখালীর ব্র্যাক সেন্টারে আলোচনা সভার আয়োজন করে সেন্টার ফর পলিসি ডায়ালগ- সিপিডি।
সেমিনারে শিল্পখাতে প্রযুক্তির ব্যবহারে উদাসীনতা ও যুগোপযোগী শিল্পায়নের সীমাবদ্ধতা তুলে ধরেন বক্তারা।
জাতিসংঘের শিল্প উন্নয়নে বাংলাদেশের প্রতিনিধি জানান, তৈরি পোশাক খাতে বাংলাদেশ প্রযুক্তির ব্যবহারে অনেক পিছিয়ে।
চতুর্থ শিল্পবিপ্লবের যুগে কর্মসংস্থানের বহুমাত্রিকতার সুযোগ কাজে লাগাতে দক্ষ জনশক্তির প্রয়োজনীয়তার কথা জানান শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন।
দুর্নীতি ও অর্থপাচার বন্ধ করতে না পারলে সামনে এগিয়ে যাওয়া অসম্ভব বলেও মন্তব্য করেন তিনি।
অর্থনৈতিক উন্নতিতে দেশের সীমিত সম্পদ ও প্রযুক্তির ব্যবহার অপরিহার্য বলেও জানান নূরুল মজিদ।