৪ মে বসুন্ধরা করোনা হাসপাতালের উদ্বোধন করা হবে :স্বাস্থ্যমন্ত্রী
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৫৬:০৯ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২০
- / ১৫৩২ বার পড়া হয়েছে
আগামী ৪ মে বসুন্ধরা করোনা হাসপাতালের উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
দুপুরে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় করোনা রুগীদের চিকিৎসায় দেশ ও মানুষের কল্যানে দেয়া নবনির্মিত হাসপাতাল পরিদর্শন শেষে এ কথা জানান তিনি। উপসর্গ নিয়ে করোনা পজিটিভ ও আইসোলেশনে থাকা রোগীদের ১৫শো বেডের এই হাসপাতালে চিকিৎসা দেয়া হবে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। তিনি আরো জানান, হাসপাতালের প্রায় ৯৮ শতাংশ কাজ সম্পূর্ণ হয়েছে বাকি কাজ শেষ হলে উদ্বোধনে মধ্যদিয়ে করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবা শুরু হবে।