৪ মার্চ দেশব্যাপী থানা পর্যায়ে পদযাত্রা সফল করার আহ্বান ফখরুলের
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৫৫:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ মার্চ ২০২৩
- / ১৬০২ বার পড়া হয়েছে
৪ মার্চ দেশব্যাপী সকল মহানগরের অন্তর্গত থানা পর্যায়ে পদযাত্রা সফল করার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান।
বিবৃতিতে মির্জা ফখরুল গণতন্ত্র পুনরুদ্ধারে ১০ দফা দাবী আদায়ে সরকারকে বাধ্য করতে মহানগর সমূহের থানা পর্যায়ে পদযাত্রা এবং চলমান গণআন্দোলন সফল করার আহ্বান জানান। এই কর্মসূচি সফল করতে বিভাগ ও মহানগরের জাতীয় নির্বাহী কমিটির নেতৃবৃন্দ, সাবেক সংসদ সদস্যগণকে অনুরোধ করা হয়েছে। একইসঙ্গে মহানগরের থানা পদযাত্রায় সম্পৃক্ত ও অংশগ্রহণ করতে দলের পক্ষ থেকে বলা হয়েছে। দলের স্থায়ী কমিটির সদস্য থেকে শুরু করে সব পর্যায়ের নেতাদের মহানগরভিত্তিক প্রধান সমন্বয়কারী করে বাস্তবায়ন কমিটি গঠন করা হয়েছে।