মেহেরপুর, সাতক্ষীরা, ঝিনাইদহ ও মাদারীপুরে আলদা সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত হয়েছে।
মেহেরপুরে মোটরসাইকেলের মুখোমুখী সংঘর্ষ আরাফাত নামের এক যুবক নিহত হয়েছে। জানা যায়, আরাফাত ও সজীব মেহেরপুর থেকে মোটরসাইকেল করে বাড়ী ফেরার পথে শহরের পৌরবাস টার্মিনাল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।
সাতক্ষীরায় বালুর ঢিবিতে মোটরসাইকেল উল্টে আশিক নামের এক যুবক নিহত হয়েছে। পুলিশ জানায়, মোটরসাইকেলে দ্রুতগতিতে সাতক্ষীরা থেকে খুলনা অভিমুখে যাচ্ছিলো আশিক। এসময় শাকদাহ এলাকায় ফেলে রাখা বালুর ঢিবিতে নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায়। পরে ঘটনাস্থলেই আশিক মারা যান।
ঝিনাইদহের কালীগঞ্জে ইটভাটার মাটি ভর্তি ট্রাক চাপায় এক স্কুলছাত্র নিহত হয়েছে। পুলিশ জানায়, সকালে মোটরসাইকেলে চাচার সাথে গ্রাম থেকে বারোবাজার যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা একটি মাটি বোঝায় ট্রাক
মাদারীপুরে বরিশালগামী শ্যামলী পরিবহনের যাত্রীবাহী বাসের ধাক্কায় ইজিবাইক উল্টে চালক নিহত হয়েছে। দুপুরে ঢাকা-বরিশাল মহাসড়কের সদর উপজেলার মস্তফাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ময়মনসিংহের ভালুকায় দাঁড়িয়ে থাকা ট্রাকে মোটরসাইকেলের ধাক্কায় ১ জন নিহত হয়েছে। এসময় গুরুতর আহত হন আরও একজন ।