৪১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা পেছানোর দাবিতে পরীক্ষার্থীদের করা রিট খারিজ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:৩৩:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ মার্চ ২০২১
- / ১৬৫০ বার পড়া হয়েছে
দেশে করোনা সংক্রমণ বাড়ার প্রেক্ষাপটে ১৯ মার্চ অনুষ্ঠেয় ৪১তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা পেছানোর দাবিতে রিট খারিজ করে দিয়েছে হাইকোর্ট।
তবে পরীক্ষার সময় যথাযথভাবে করোনার স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে পিএসসিকে নির্দেশ দিয়েছে উচ্চ আদালত। বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার্থীদের পক্ষে রায়হান সুলতান নামে এক শিক্ষার্থীর করা রিটের শুনানি নিয়ে বিচারপতি মোহাম্মদ খসরুজ্জামান ও বিচারপতি মোহাম্মদ মাহমুদ হাসান তালুকদারের হাইকোর্ট বেঞ্চ আজ এই আদেশ দেন। গত ১৩ জানুয়ারি ৪১তম বিসিএস পরীক্ষার তারিখ ঘোষণা করে সরকারি কর্ম-কমিশন– পিএসসি। সে ঘোষণা অনুযায়ী আগামী ১৯ মার্চ শুক্রবার প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার দিন ধার্য্য রয়েছে।
















