৩ দফা দাবিতে বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশনের মানবন্ধন

- আপডেট সময় : ০৪:৩৩:১৭ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২০
- / ১৫৪৭ বার পড়া হয়েছে
বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশনের উদ্যোগে ৩ দফা দাবিতে নাটোর, হবিগঞ্জ, মাগুরা, বাগেরহাট ও সিরাজগঞ্জে মানবন্ধন অনুষ্ঠিত হয়েছে।
কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে নাটোরে ৩ দফা দাবিতে মানববন্ধন করেছে বিচার বিভাগীয় কর্মচারীরা। এসময় বক্তরা বলেন, দীর্ঘদিন ধরে তারা বঞ্চনার শিকার হচ্ছেন। পরে তারা জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারক লিপি প্রদান করেন।
হবিগঞ্জে একই ইস্যুতে মানববন্ধন করেছে বিভাগীয় কর্মচারী এসোসিয়েশন। এসময় তারা জুডিসিয়াল সার্ভিসে বেতনস্কেলে বেতন প্রদান, পদোন্নতির সুযোগ রেখে অভিন্ন নিয়োগবিধি প্রণয়নসহ ৩ দফা দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেন।
পদন্নতির জট নিরসন ও নিয়োগ বিধি সংশোধনসহ তিন দফা দাবিতে মাগুরায় মিছিল ও প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি দিয়েছে বিচার বিভাগীয় কর্মচারী এ্যাসোসিয়েশন মাগুরা জেলা শাখার সদস্যরা।
বাগেরহাটে পদন্নতিও নিয়োগ বিধি সংশোধনসহ তিন দফা দাবিতে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এ্যাসোসিয়েশন, জেলা শাখার সদস্যরা।
এদিকে, বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটি ঘোষিত সারাদেশে একযোগের কর্মসূচি অংশ হিসেবে অধনস্ত আদালতের কর্মচারীদের তিন দফা দাবিতে সিরাজগঞ্জে মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি প্রদান করা হয়েছে।