৩৬ ঘণ্টার অবরোধর শেষ দিনেও রাজধানীতে বাসে আগুন
- আপডেট সময় : ০৬:১২:২৮ অপরাহ্ন, বুধবার, ১৩ ডিসেম্বর ২০২৩
- / ১৮২২ বার পড়া হয়েছে
বিএনপি-জামায়াতের ডাকা টানা ৩৬ ঘণ্টার অবরোধর শেষ দিনেও রাজধানীতে বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গণপরিবহন চলাচল স্বাভাবিক। সীমিত সংখ্যক দূরপাল্লার বাস চলাচল করে। অবরোধের সমর্থনে মিছিল করেছে বিএনপি, সমমনা দল এবং জামায়াতে ইসলামী। অন্যদিকে বিভিন্ন এলাকায় অবরোধ বিরোধী শান্তি মিছিল-সমাবেশ করেছে আওয়ামী লীগ।
সরকার পদত্যাগের একদফা দাবিতে বিএনপি এবং জামায়াতসহ সমমনা দল ও জোটের ডাকা টানা ৩৬ ঘণ্টার অবরোধর শেষ দিনেও দুর্বৃত্তদের দেয়া আগুনে পুড়ে যায় রাজধানীর ধানমন্ডি ও শাহাবাগে দুটি যাত্রীবাহী বাস। এছাড়া নগরীতে অবরোধের কোনো প্রভাব ছাড়াই গণপরিবহন চলাচল ছিলো স্বাভাবিক। রাজধানীর মতিঝিলে ঝটিকা মিছিলে নেতৃত্ব দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বক্তব্যে রিজভী বলেন, অবৈধ নির্বাচন কমিশনাররা ইসিকে আওয়ামী লীগের সহযোগী সংগঠনে পরিণত করেছে।জনগণের প্রতিরোধে আতঙ্কিত হয়ে সরকার রাষ্ট্রশক্তি ও গোয়েন্দা সংস্থাগুলোকে ব্যবহার করছে।
বিভিন্ন এলাকায় অবরোধের পক্ষে মিছিল করে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বিজয়নগর, পল্টন, প্রেসক্লাব এলাকায় বিক্ষোভ মিছিল করে এলডিপি, গণতন্ত্রমঞ্চ, গণঅধিকার পরিষদসহ যুগপৎ আন্দোলনে থাকা সমমনা দল ও জোট। নগরীর বিভিন্ন এলাকায় মিছিল করে জামায়াতে ইসলামীও। অপরদিকে নগরীর বিভিন্ন স্থানে অবরোধ বিরোধী শান্তি মিছিল ও সমাবেশ করে আওয়ামী লীগ। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে নগরীর সতর্ক অবস্থানে ছিলো আইন শৃঙ্খলা বাহিনী।