৩৩তম ফেডারেশন কাপে অংশ না নেওয়ায় পরবর্তী আসরে খেলতে পারবে না বসুন্ধরা কিংস ও উত্তর বারিধারা

এস. এ টিভি
- আপডেট সময় : ১০:৩২:৩৫ অপরাহ্ন, সোমবার, ২৭ ডিসেম্বর ২০২১
- / ১৫০৬ বার পড়া হয়েছে
৩৩তম ফেডারেশন কাপে অংশ না নেওয়ায় পরবর্তী আসরে খেলতে পারবে না বসুন্ধরা কিংস ও উত্তর বারিধারা। একইসঙ্গে প্রত্যেক দলকে ৫ লাখ টাকা করে জরিমানা ধরা হয়েছে। ডিসিপ্লিনারি কমিটির সভায় এই সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ফুটবল ফেডারেশন–বাফুফে।
দুই কারণে এবারের ফেডারেশন কাপ বর্জন করেছিল এই দুই ক্লাব। প্রথমত সূচিতে পরিবর্তন, দ্বিতীয়ত কমলাপুরের ঝুঁকিপূর্ণ টার্ফ। টুর্নামেন্টের উদ্বোধনী দিনে এই দুই দল মাঠে না আসায় তাদের প্রতিপক্ষ আবাহনী ও স্বাধীনতা ক্রীড়া সংঘকে ওয়াকওভার দিয়ে দেয়া হয়। এছাড়া, কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামের টার্ফ পেশাদার পর্যায়ের ফুটবল খেলার উপযোগী নয় বলে অভিযোগ তুলেছিল বসুন্ধরা। উত্তর বারিধারা ক্লাবও জানিয়েছে, একই কথা। এদিকে, নতুন সূচিতে পরিবর্তন এনেছে বাফুফে।