৩১ মার্চ থেকে প্রতি শুক্রবার বিমানবন্দর সড়কে যান চলাচল সীমিত
- আপডেট সময় : ০৪:২৪:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩
- / ১৫৯৫ বার পড়া হয়েছে
যারা উত্তরা-বিমানবন্দর সড়ক ব্যবহার করেন, তাদের জন্য অনেকটা দুঃসংবাদ দিল সড়ক ও জনপথ অধিদপ্তর। আগামী ৩১ মার্চ থেকে ২৪ জুন পর্যন্ত প্রতি শুক্রবার রাত ১১টা থেকে শনিবার সকাল ৬টা পর্যন্ত বিমানবন্দর সড়কে গাড়ি চলাচল সীমিত থাকবে।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল সেতু নির্মাণের প্রয়োজনে বিমানবন্দর মহাসড়কে ১৭ রাত যান চলাচল সীমিত থাকবে বলে জানিয়েছে সড়ক ও জনপথ অধিদপ্তর।
মঙ্গলবার (২৮ মার্চ) এক গণবিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল সেতু নির্মাণের কারণে বিমানবন্দর মহাসড়কে প্রতি শুক্রবার রাতে প্রায় ৭ ঘণ্টা করে যান চলাচল সীমিত থাকবে বলে জানিয়েছে সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ)। মঙ্গলবার এ সংক্রান্ত একটি গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
সওজের গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল সেতু নির্মাণের প্রয়োজনে বিমানবন্দর মহাসড়কে ৩১ মার্চ থেকে ২৪ জুন পর্যন্ত প্রতি শুক্রবার রাত ১১টা থেকে পরদিন সকাল ৬টা পর্যন্ত গাড়ি চলাচল সীমিত থাকবে। এ সময় যাত্রীদের সময় নিয়ে বের হওয়ার অনুরোধ করেছে সংস্থাটি।