২৯ জানুয়ারী রাজশাহী যাচ্ছেন প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ০১:৪১:১৬ অপরাহ্ন, শনিবার, ২১ জানুয়ারী ২০২৩
- / ১৬৮৮ বার পড়া হয়েছে
দীর্ঘ পাঁচ বছর পর ২৯ জানুয়ারী রাজশাহী যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাই দলীয় নেতাকর্মীদের মাঝে আনন্দ-উচ্ছ্বাসের শেষ নেই। ঐতিহাসিক মাদ্রাসা মাঠে স্মরণকালে বৃহত্তম জনসভা করতে চায় আওয়ামী লীগ। এজন্য এক মাস আগে থেকে শুরু হয়েছে তোড়জোর। এখন চলছে শেষ সময়ের প্রস্তুতি।
আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন উপলক্ষে দলের নেতাকর্মীদের মাঝে সাজ সাজ রব। প্রতিদিনই চলছে মিটিং-মিছিল ও লিফলেট বিতরণ। জনসভাকে জনসমুদ্রে পরিণত করতে মানুষের দ্বারে দ্বারে গিয়ে আহ্বান জানাচ্ছেন নেতাকর্মীরা।
বসে নেই সিটি কর্পোরেশনও। প্রধানমন্ত্রীর আগমণকে ঘিরে তিলোত্তমারূপে সাজছে নগরী। সড়কগুলোতে বসানো হচ্ছে দৃষ্টিনন্দন বাতি। বিদ্যুৎ সাশ্রয়ী এলইডি বাতি দেশের আর কোনো শহরেই নেই।
সিটি মেয়র ও আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য এএইচএম খায়রুজ্জামান লিটন জানান, এবারের জনসভা হবে স্মরণকালের বৃহত্তম।
পুলিশ কমিশনার জানিয়েছেন, প্রধানমন্ত্রীর জনসভাকে ঘিরে নগরীজুড়ে গড়ে তোলা হয়েছে নিশ্ছিদ্র নিরাপত্তাব্যবস্থা।
সবশেষ ২০১৮ সালের ২২ফেব্রুয়ারি রাজশাহীতে এসেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।