২৮ দিন পর খুলেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:২৬:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ ফেব্রুয়ারী ২০২২
- / ১৫৯৯ বার পড়া হয়েছে
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আজ থেকে অনলাইনে ক্লাস শুরু হয়েছে।
মঙ্গলবার সকাল থেকে বিভিন্ন বিভাগের ক্লাস নেয়া হয়। একে স্বাগত জানিয়েছেন শিক্ষার্থীরা। এর আগে গতকাল সবগুলো হল খুলে দেয়া হয়। যদিও নির্দেশ অমান্য করে আগে থেকেই হলে অবস্থান করছিলেন অনেকে। করোনায় সরকারি বিধিনিষেধ আর না বাড়লে আগামী ২২ ফেব্রুয়ারি থেকে বিশ্ববিদ্যালয়ে সশরীরে ক্লাস-পরীক্ষা শুরু হওয়ার কথা রয়েছে। হল প্রভোস্টের পদত্যাগের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর গত ১৬ জানুয়ারি পুলিশি হামলার পর বিশ্ববিদ্যালয়ের হল ও ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা করা হয়।


















