২৮ অক্টোবর আ’লীগ নয়, বিএনপির পতনযাত্রা শুরু হবে : তথ্যমন্ত্রী
- আপডেট সময় : ০৭:৩৪:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ অক্টোবর ২০২৩
- / ১৬৩৭ বার পড়া হয়েছে
২৮ অক্টোবর আওয়ামী লীগ নয়, বিএনপির পতনযাত্রা শুরু হবে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। ফিলিস্তিন ইস্যুতে চুপ থেকে বিএনপি-জামায়াত ইসরায়েলের বর্বরতা ও শিশু হত্যার পক্ষ নিচ্ছে বলে অভিযোগ করেন হাছান মাহমুদ।
সচিবালয়ে তথ্য অধিদফতরের সম্মেলন কক্ষে ‘সাবাস বাংলাদেশ’ সংগীতের প্রকাশনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ, বিশেষ অতিথি পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমসহ শিল্পী-কলাকুশলীরা উপস্থিত ছিলেন। এর আগে, জাতীয় প্রেসক্লাবে ঢাকা সাব-এডিটরস কাউন্সিল আয়োজিত মেধাবৃত্তি ও সংবর্ধনা অনুষ্টানে কথা বলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী।
বিএনপির চলমান আন্দোলন ও ২৮ অক্টোবরের ব্যাপার প্রতিক্রিয়া জানান তিনি। ফিলিস্তিন ইস্যুতে বিএনপি- জামায়াতের নীরবতার সমালোচনা করেন তথ্যমন্ত্রী। মেধাবীদের রাজনীতিতে আসার আহ্বান জানান ড. হাছান মাহমুদ।