এটিএম বুথ থেকে ২৬ লাখ ৩২ হাজার টাকা লোপাটের ঘটনায় ৩ জন গ্রেফতার
- আপডেট সময় : ০৩:৩৫:০৯ অপরাহ্ন, রবিবার, ৫ নভেম্বর ২০২৩
- / ১৮২৫ বার পড়া হয়েছে
সিলেটে ডাচ বাংলা ব্যাংকের এটিএম বুথ থেকে ২৬ লাখ ৩২ হাজার টাকা লোপাটের ঘটনায় ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের কাছ থেকে নগদ ১৮ লাখ ৬ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
দুপুরে আম্বরখানা পুলিশ ফাঁড়িতে এক ব্রিফিংয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার আজবাহার আলী শেখ এ তথ্য জানান। গত ২৮ অক্টোবর রাতে সিলেট মহানগরের সুবিদবাজার এলাকার ডাচ্ -বাংলা ব্যাংকের এটিএম বুথ থেকে ২৬ লাখ ৩২ হাজার টাকা লোপাট হয়। এ ঘটনায় বুথে টাকা সরবরাহকারী প্রতিষ্ঠান সিকিউরেক্স প্রাইভেট লিমিটেডের দুই কর্মকর্তার নাম উল্লেখ করে সিলেটের এয়ারপোর্ট থানায় মামলা করেন ব্যাংকটির সিলেট অঞ্চলের এটিএম বুথের ইনচার্জ সন্দীপন দাস।
এদিকে সিসিটিভি ফুটেজে দেখা যায় ২৮ অক্টোবর রাত ১১টা ৫৬ মিনিটে ওই বুথে মাথায় ক্যাপ, মুখে মাস্ক, চোখে কালো চশমা ও হাতে গ্লাভস পরা দুই ব্যক্তি ওই এটিএম বুথে প্রবেশ করেন বুথের লকার খুলে ভল্ট নামিয়ে সেখান থেকে টাকা নিয়ে নিজেদের ব্যাগে ভরে চলে যান।