২৬ জুলাই আসছে ঐশিকা ঐশির ‘হৈমন্তীর ইতিকথা’
- আপডেট সময় : ০১:৫৪:২৪ পূর্বাহ্ন, সোমবার, ২৪ জুন ২০২৪
- / ১৮৯৬ বার পড়া হয়েছে
বিনোদন প্রতিবেদক : আগামী ২৬ জুলাই সারাদেশে মুক্তি পাচ্ছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প ‘হৈমন্তী’ অবলম্বনে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘হৈমন্তীর ইতিকথা’। এই চলচ্চিত্রটি নির্মাণ করেছেন মির্জা সাখাওয়াৎ হোসেন।
‘হৈমন্তী’ রবীন্দ্রনাথের একটি বিখ্যাত ছোটগল্প। এই চলচ্চিত্রের নাম ভূমিকা রূপায়ন করেছেন নবাগত চিত্রনায়িকা ঐশিকা ঐশি।
হৈমন্তীর ইতিকথা দিয়ে অভিষেকের অপেক্ষায় থাকা ঐশিকা ঐশী বলেন, অনেক স্বপ্ন নিয়ে সিনেমায় কাজ করতে এসেছি। আর প্রথম সিনেমাতেই রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্যের চরিত্রে হাজির হতে যাচ্ছি। এটা আমার জন্য অনেক বড় প্রাপ্তি।’
তিনি আরও বলেন, ‘আমি নিজেকে ধন্য মনে করছি। মির্জা সাখাওয়াৎ ভাইয়ের কাছে আমি কৃতজ্ঞ। তার মতো গুণী পরিচালকের সঙ্গে কাজ করাটাও আমার জন্য অনেক বড় পাওয়া। আমি সব দর্শককে অনুরোধ করবো হলে গিয়ে সিনেমাটি দেখবেন।’
‘হৈমন্তীর ইতিকথা’ চলচ্চিত্রে আরও অভিনয় করেছেন সাইফ খান, ঝুনা চৌধুরী, রাশেদা চৌধুরী, খলিলুর রহমান কাদেরী, মির্জা সাখাওয়াৎ হোসেন, মুনা আক্তার, অরূপ কুন্ডু, মো. আব্দুর রাজ্জাক, মোহাম্মদ আবদুল হামিদ, আনিছুর রহমান, সিনথিয়া লিজা ও শিশুশিল্পী সিমন্তিনী চৌধুরীসহ প্রমুখ।
চলচ্চিত্রটিতে চিত্রায়ন করা হয়েছে বেশ কয়েকটি রবীন্দ্রসংগীত। এতে কণ্ঠ দিয়েছেন প্রখ্যাত রবীন্দ্রসংগীত শিল্পী ড. অণিমা রায়, মামুন জাহিদ, শিমু দে ও জয়ন্ত আচার্য্য। সংগীতায়ন করেছেন দীনবন্ধু দাশ।