২৬ অক্টোবর ৫০টি শিল্প ইউনিট, প্রকল্প ও ভবন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:৫৩:৪৬ অপরাহ্ন, শনিবার, ২২ অক্টোবর ২০২২
- / ১৫৮৫ বার পড়া হয়েছে
স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে ২৬ অক্টোবর দেশের বিভিন্ন অর্থনৈতিক অঞ্চলে ৫০টি শিল্প ইউনিট, প্রকল্প ও ভবন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ-বেজা’র নির্বাহী চেয়ারম্যান শেখ ইউসুফ হারুন বলেন, এ উপলক্ষে আটটি ভেন্যুতে অনুষ্ঠান আয়োজন করা হচ্ছে।
এই শিল্প ইউনিটগুলোতে এরইমধ্যে ৯৬৭ দশমিক ৭৩ মিলিয়ন মার্কিন ডলারের বেশি বিনিয়োগ হয়েছে। আরও প্রায় ৩৩১ দশমিক ২৭ মিলিয়ন ডলার বিনিয়োগ আসবে বলে জানান তিনি। প্রধানমন্ত্রী ২৯টি শিল্প ইউনিটের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এ ছাড়া আনুষ্ঠানিকভাবে বিএসএমএসএন-এ ২০ কিলোমিটার শেখ হাসিনা সরণি, ২৩০ কেভিএ গ্রিডলাইন ও সাবস্টেশন উদ্বোধন করবেন। প্রতিদিন ৫০ মিলিয়ন লিটা পানি পরিশোধন ক্ষমতা সম্পন্ন একটি ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টেরও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।