২৫ পিস স্বর্ণের নেকলেসসহ হুমায়ূন কবীর নামে এক চোরাকারবারী গ্রেফতার

এস. এ টিভি
- আপডেট সময় : ১২:৪২:৪৫ অপরাহ্ন, রবিবার, ২ জানুয়ারী ২০২২
- / ১৮৪২ বার পড়া হয়েছে
সাতক্ষীরার কলারোয়ায় চেক পোস্ট বসিয়ে তল্লাশিকালে ২৫ পিস স্বর্ণের নেকলেসসহ হুমায়ূন কবীর নামে এক চোরাকারবারীকে গ্রেফতার করেছে বিজিবি।
বিজিবি জানায়, গেলো রাতে কাকডাংগা বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার আ ফ ম ওসমানী এর নেতৃত্বে একটি টহলদল সীমান্ত পিলার ১৩/৩-এস এর ৬ আরবি হতে আনুমানিক ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন কাকডাংগা বিওপি সংলগ্ন বটতলায় অস্থায়ী চেক পোস্ট স্থাপন পূর্বক চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে। এসময় যানবাহন তল্লাশী করে ভারত হতে বাংলাদেশে পাচারের প্রাক্কালে ২৫ পিস স্বর্ণের নেকলেসসহ ও একটি মোটর সাইকেলসহ মোঃ হুমায়ূন কবীরকে গ্রেফতার করতে সক্ষম হয়। আটককৃত মালামালের মূল্য প্রায় ২৪ লাখ ৮২ হাজার ১২৫ টাকা।