২৪ ঘন্টার মধ্যে সংসদ ভেঙ্গে দিয়ে অন্তবর্তী সরকার গঠনের দাবি ফখরুলের
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:০৮:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অগাস্ট ২০২৪
- / ১৬১৪ বার পড়া হয়েছে
আগামী ২৪ ঘন্টার মধ্যে সংসদ ভেঙ্গে দিয়ে রাষ্ট্রপতিকে অন্তবর্তী সরকার গঠনের দাবি জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলের গুলশানের অফিসে স্থায়ী কমিটির বৈঠক শেষে এ সংবাদ সম্মেলনে এই দাবি জানান তিনি।
এসময় রাজনৈতিক প্রতিহিংসা বর্জন করে অর্জিত স্বাধীনতা সংযত রাখতে দেশবাসীর সহযোগিতা চান বিএনপি মহাসচিব। আন্দোলনে অংশ নেয়া সকল শিক্ষার্থীসহ দেশবাসীকে ধন্যবাদ জানিয়ে মির্জা ফখরুল বলেন, যারা এখনো লুটপাট ও অগ্নিসংযোগ করছেন তারা আন্দোলনে অংশ নেয়া কেউ নন। এ বিষয়ে দলীয় নেতাকর্মীদের সতর্ক থাকার আহবান জানান মির্জা ফখরুল।