চট্টগ্রামে ১১৪জনসহ ২৪ ঘণ্টায় দেশের ১৫ জেলায় ১৬৬ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এছাড়া ময়মনসিংহে ১৫, মৌলভীবাজারে ৮, ফেনীতে ৭, বগুড়ায় ৫, ঢাকার সাভারে ৫, জামালপুর, ঝালকাঠি ও পিরোজপুরে ২ জন করে করোনা রোগী রয়েছে।
চট্টগ্রামে একদিনে সর্বোচ্চ ১১৪ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ তথ্য নিশ্চিত করে সিভিল সার্জন ডাক্তার ফজলে রাব্বি জানান, এ নিয়ে চট্টগ্রামে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৬শ’ ছাড়ালো।
ময়মনসিংহে এক চিকিৎসকসহ আরো ১৫ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এরমধ্যে ধোবাউড়া উপজেলায় ৫, ভালুকায় ৩, মুক্তাগাছায় ২, ফুলবাড়িয়ায় ২, ঈশ্বরগঞ্জে ১ এবং ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের এক চিকিৎসকসহ ২জন রয়েছেন।
মৌলভীবাজারে ২ ডাক্তার-নার্সসহ ৮ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।
ফেনীতে ৭ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এদের মধ্যে ছাগলনাইয়া উপজেলার ভাইস-চেয়ারম্যানসহ তার পরিবারের ৫ সদস্যসহ ফেনী জেনারেল হাসপাতালের এক স্বাস্থ্যকর্মী রয়েছেন।
বগুড়ায় পুলিশের ২ এসআই, ২ ব্যাংক কর্মকর্তা ও মোহাম্মদ আলী হাসপাতালের ১ চিকিৎসকসহ আরও ৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন।
সাভারে এক শিশুসহ ৫ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে ট্রাফিক পুলিশের এক সার্জেন্ট ও তার ৬ মাসের শিশু সন্তানও রয়েছে।
জামালপুরে দুই স্বাস্থ্যকর্মীর নমুনা পরীক্ষায় করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে।
ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় এই প্রথম দু’জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট ১৭ জনের করোনা শনাক্ত হলো। আক্রান্তদের বাড়িসহ আশপাশের বাড়ি লকডাউন করা হয়েছে।
পিরোজপুরের মঠবাড়িয়া ও তুষখালীতে একদিনে ২জন করোনা রোগী শনাক্ত হয়েছে।
কুষ্টিয়ার দৌলতপুরে ঢাকা-ফেরত এক পুলিশ দম্পতির শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় বাবার পর এবার তার পাঁচ মাস বয়সী শিশু ও দাদী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৬২-তে দাঁড়িয়েছে।
চুয়াডাঙ্গায় এক আনসার সদস্যের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩২ জনে।
হবিগঞ্জে একদিনে আরো ১ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা এখন ১১৮ জন। আর সুস্থ হয়ে বাড়ী ফিরেছেন ৩৪ জন।
নড়াইলের কালিয়া উপজেলার খাশিয়ালে আরো একজনের করোনা শনাক্ত হয়েছে। জেলায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। আর সুস্থ হয়েছেন ১৩ জন।
পঞ্চগড়ে পুলিশের এক এএসআই’র করোনা শনাক্ত হয়েছে। তাকে পুলিশ লাইন্সে আইসোলেশনে রাখা হয়েছে।