২০ এপ্রিল ছুটি ঘোষণা করেছে সরকার, এবার ঈদে ৫দিন ছুটি
- আপডেট সময় : ০৭:৫৯:১২ অপরাহ্ন, সোমবার, ১০ এপ্রিল ২০২৩
- / ১৬৬০ বার পড়া হয়েছে
ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন রাখতে ২০ এপ্রিল ছুটি ঘোষণা করেছে সরকার। এর ফলে সাপ্তাহিক ছুটি মিলিয়ে এবার ঈদের ছুটি দাঁড়াবে পাঁচ দিন।
মন্ত্রিসভা বৈঠকের পর সচিবালয়ে ব্রিফিংয়ে একথা জানান মন্ত্রিপরিষদসচিব মাহবুব হোসেন। এছাড়া খাদ্যপণ্য অবৈধভাবে মজুদ করলে যাবজ্জীবন সাজার বিধান রেখে খাদ্যদ্রব্য উৎপাদন, মজুদ, স্থানান্তর, পরিবহন, সরবরাহ, বিতরণ ও বিপণন আইনের খসড়ার চুড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
জাতীয় সংসদ ভবনের মন্ত্রিপরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয় মন্ত্রিসভা বৈঠক। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বৈঠকে অংশ নেন বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবসহ মন্ত্রিপরিষদের সদস্যরা।
পরে সচিবালয়ে আয়োজিত ব্রিফিংয়ে বৈঠকের বিস্তারিত তুলে ধরেন মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন। জানান, বৈঠকে বিভিন্ন মন্ত্রণালয়ের ৮টি বিষয়ের উপর আলোচনা হয়েছে।
ঘরমুখো মানুষের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকারের ছুটি বাড়ানোর সিদ্ধান্তের কথাও জানান তিনি। রমজান মাস ৩০ দিন হলে ঈদুল ফিতর হবে ২৩ এপ্রিল রবিবার, আর সেক্ষেত্রে ছুটি আরও বেড়ে যাবে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব।