২০৩০ সালের মধ্যে দেশ ম্যালেরিয়া মুক্ত হবে : স্বাস্থ্যমন্ত্রী
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:১৭:৩০ অপরাহ্ন, বুধবার, ১০ অগাস্ট ২০২২
- / ১৫৩৫ বার পড়া হয়েছে
২০৩০ সালের মধ্যে দেশ ম্যালেরিয়া মুক্ত হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নে ইতিমধ্যে দেশের ৫১ জেলা ম্যালেরিয়া মুক্ত হয়েছে বলেও দাবি করেন তিনি।
রাজধানীর হোটেল রেডিসন ব্লু তে জাতীয় ম্যালেরিয়া নির্মূল ও এডিসবাহী রোগ নিয়ন্ত্রন কর্মসূচি অনুষ্ঠানে এ কথা জানান তিনি। মন্ত্রী বলেন, ইতিমধ্যে ম্যালেরিয়া নির্মূলে সারা দেশে দ্রুত রোগ নির্ণয় ও তাৎক্ষণিক চিকিকৎ নিশ্চিত করা হয়েছে। এখনো ম্যালেরিয়ার ঝুঁকিতে থাকা জেলার বিভিন্ন এলাকা সনাক্ত করে মেডিকেল টিম গঠন করা হয়েছে। ঝুঁকিপূর্ণ পার্বত্য জেলায় ম্যালেরিয়ার প্রকোপ সবচেয়ে বেশি হওয়ায় বিশেষ চিকিৎসা ব্যবস্থা নেয়া হয়েছে। গত এক বছরে ঝুঁকি অনেকটাই কমিয়ে আনা হয়েছে। তবে, শুধু চিকিৎসা নয় ম্যালেরিয়া নির্মূলে সচেতনতা বাড়াতে হবে বলেও জানান তিনি।