২০২১ সালের বুকার পুরস্কার জিতলেন দক্ষিণ আফ্রিকার লেখক ডেমন গ্যালগাট। দ্যা প্রমিজ উপন্যাসের জন্য তিনি এই পুরস্কার পান ।
বুধবার এক অনুষ্ঠানে পুরস্কারের ৫০ হাজার পাউন্ড তুলে দেয়া হয় তার হাতে। দ্যা প্রমিজ তার লেখা নবম উপন্যাস। সেখানে দক্ষিণ আফ্রিকান একটি পরিবারের চার দশকের জীবনযাত্রার কাহিনী তুলে ধরা হয়েছে। অসাধারণ বর্ণনা ও কাহিনীসহ বইটি একটি দুর্দান্ত সফর বলে জানিয়েছেন বিচারকরা।যুক্তরাজ্যের এই পুরস্কারের জন্য যে কোনো লেখক বই জমা দিতে পারেন।