৫ লাখ ৬৮ হাজার কোটি টাকার বাজেট বাস্তবায়ন কঠিন হলেও অসম্ভব নয়: অর্থমন্ত্রী
- আপডেট সময় : ০৭:০৩:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২০
- / ১৫৪৪ বার পড়া হয়েছে
অনিশ্চয়তার মধ্যে দেয়া ২০২০-২১ অর্থবছরে ৫ লাখ ৬৮ হাজার কোটি টাকার বাজেট বাস্তবায়ন কঠিন হলেও অসম্ভব নয় বলে দাবি করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। মানুষকে রক্ষা করার জন্যই এ বাজেট করা হয়েছে। করোনা পরিস্থিতিতে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা কিছুটা চ্যালেঞ্জের মুখে পড়তে পারে বলে আশংকা প্রকাশ করে অর্থমন্ত্রী বলেন, এটা মাথায় রেখেই এবারের বাজেটে ঋণের লক্ষ্যমাত্রা বাড়ানো হয়েছে।
করোনাভাইরাস পরিস্থিতিতে প্রথমবারের মতো অনলাইনে বাজেট পরবর্তী সংবাদ সম্মেলন করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২০-২১ অর্থবছরের বাজেট উত্থাপনের পর রীতি অনুযায়ী এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় ভার্চুয়ালি।
বিকেল ৩টায় সংবাদ সম্মেলনের শুরুতেই অর্থমন্ত্রী তার বক্তব্যে বলেন, এটি স্বাভাবিক সময়ের বাজেট নয় বলে কিছু অসংগতি মনে হলেও গতানুগতির ধারার বাজেট নয়। অর্থমন্ত্রী দাবি করেন, করোনা প্রাদুর্ভাব দীর্ঘায়িত না হলে ৫ লাখ ৬৮ হাজার কোটি টাকার বাজেট বাস্তবায়ন করা কঠিন হবে না।
সিংকঃ আ হ ম মুস্তফা কামাল, অর্থমন্ত্রী
আগামী ২০২০-২১ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেটে দেশজ উৎপাদনে ৮ দশমিক ২ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। এটা অর্জন হবে বলে মনে করেন তিনি । করোনা মোকাবিলায় স্বাস্থ্য সেবার পরই কৃষি গুরুত্ব পাবে উল্লেখ করে আ হ ম মুস্তফা কামাল বলেন, কৃষিকে এমনভাবে ঢেলে সাজানো হবে যেন এর ওপর নির্ভর করে অর্থনীতি বিকশিত হতে পারে।
মানুষের জীবন রক্ষার্থে এই বাজেট প্রস্তাব করা হয়েছে জানিয়ে অর্থমন্ত্রী বলেন, স্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তা খাতে মন্ত্রণালয়ের ব্যয়ের সক্ষমতা বিবেচনা করেই যথেষ্ট বরাদ্দ দেয়া হয়েছে। ২০২০-২১ অর্থবছরের প্রস্তাবিত বাজেট বাস্তবায়নে জনগণের সাহায্য প্রার্থনা করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।