১ এপ্রিল থেকে পর্যটকদের জন্য সীমান্ত পুরোপুরি খুলে দেয়ার সিদ্ধান্ত মালয়েশিয়ার

এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:০৬:১২ অপরাহ্ন, বুধবার, ৯ মার্চ ২০২২
- / ২৩৬২ বার পড়া হয়েছে
আগামী ১ এপ্রিল থেকে পর্যটকদের জন্য সীমান্ত পুরোপুরি খুলে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে মালয়েশিয়া। মঙ্গলবার দেশটির সংসদ ভবনে এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী ইসমাইল সাবরি ইয়াকুব এ ঘোষণা দেন। এর ফলে দীর্ঘ প্রায় দু’বছর পর পর্যটকদের মালয়েশিয়া ভ্রমণের সুযোগ তৈরি হলো।
সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, ১ এপ্রিল থেকে বিভিন্ন দেশের যেসব পর্যটক মালয়েশিয়ায় প্রবেশ করবেন, তাদের ২য় ডোজ টিকা নেয়া থাকলে আর বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে থাকতে হবে না। মালয়েশিয়ানদেরও বিশ্বের অনুমোদিত যে কোনো দেশে ভ্রমণেও বাধা থাকবে না বলেও জানান তিনি। করোনার প্রাদুর্ভাবে ২০২০ সালের মার্চ থেকে বিদেশীদের মালয়েশিয়া প্রবেশে সীমান্তে বিধিনিষেধ জারি করা হয়। টানা দুই বছর পর সে নিষেধাজ্ঞা তুলে নিতে যাচ্ছে দেশটি।