ভৈরবে দুই ট্রেনের সংঘর্ষে এখন পর্যন্ত ১৮ জনের মরদেহ উদ্ধার
এস. এ টিভি
- আপডেট সময় : ১১:৫৪:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ অক্টোবর ২০২৩
- / ২০২৬ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জের ভৈরবে দুই ট্রেনের সংঘর্ষে যাত্রীবাহী ট্রেনের পেছন দিকে ধাক্কা দেয়া মালবাহী ট্রেনের লোকোমাস্টার, সহকারী লোকোমাস্টার ও গার্ডসহ তিনজনকে বরখাস্ত করেছে বাংলাদেশ রেলওয়ে।
রেলওয়ের সিনিয়র তথ্য অফিসার সিরাজ-উদ-দৌলা খান এই তথ্য জানান। এছাড়া দুর্ঘটনা তদন্তে রেলওয়ে দুইটি আলাদা কমিটি গঠন করেছে বলেও জানান তিনি।
গতকাল বিকালে আন্তঃনগর এগারোসিন্ধুর এক্সপ্রেস ট্রেন ও মালবাহী ট্রেনের সংঘর্ষে এখন পর্যন্ত ১৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।