১৫ মে মাঠে গড়াতে যাচ্ছে বুন্দেসলিগা

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:২২:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২০
- / ১৫০১ বার পড়া হয়েছে
লকডাউনের পর ইউরোপের প্রথম লিগ হিসেবে ১৫ মে মাঠে গড়াতে যাচ্ছে বুন্দেসলিগা। জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেলের ইতিবাচক বক্তব্যের পরই বিষয়টি নিশ্চিত করেছে জার্মান লিগ কমিটি।
এক সংবাদ সম্মেলনে অ্যাঞ্জেলা মার্কেল জানান, স্বাস্থ্যবিধি মেনে চলতি মাসে মাঠে ফিরতে পারে বুন্দেসলিগার চলতি মৌসুম। স্বাস্থ্য সম্পর্কিত যেসব বিধি রয়েছে সেগুলো মেনে চলার প্রতিশ্রুতি দিয়েই লিগ শুরু করতে যাচ্ছে কর্তৃপক্ষ। করোনার সংক্রমণ এড়াতে ক্লোজড ডোর ম্যাচের সিদ্ধান্ত নিয়েছে আয়োজকরা। প্রত্যেকটি ম্যাচ হবে দর্শকবিহীন গ্যালারিতে। এদিকে, বুন্দেসলিগার চলতি মৌসুমে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে বায়ার্ন মিউনিখ। ২৫ ম্যাচে তাদের সংগ্রহ ৫৫ পয়েন্ট। ৪ পয়েন্টে পিছিয়ে থেকে দ্বিতীয়স্থানে চিরপ্রতিদ্বন্ধি বরুসিয়া ডর্টমুন্ড।